♦মারুফ হোসেন।।
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আজ ২৬ শে মার্চ রোজ বুধবার “মহান স্বাধীনতা দিবস” উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. সুরজিৎ সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) , বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর মো: মিজানুর রহমান। এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোজাম্মেল হকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন ও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভার শুরুতে অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক অত্যন্ত সুন্দরভাবে উনার রণাঙ্গনের কিছু ভয়ংকর অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন। সেই সাথে তিনি ভয়াল ২৫ শে মার্চ কালো রাত্রের কিছু লোমহর্ষক ও হৃদয় বিদারক ঘটনার বর্ণনাও প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. সুরজিৎ সর্ববিদ্যা উনার বক্তব্যে স্বাধীন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কিছু চমৎকার উদাহরণ আমাদের সামনে তুলে ধরেন এবং ভবিষ্যতেও বাংলাদেশ তার উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রেখে অতি দ্রুতই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি তার বক্তৃতায় এ ধরনের জাতীয় দিবসগুলোতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করার ও আশ্বাস প্রদান করেন। আলোচনা সভার সভাপতি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর মোঃ মিজানুর রহমান উনার বক্তৃতায় উনার তৎকালীন সময়ে শরণার্থী শিবিরে থাকার কিছু অভিজ্ঞতা তুলে ধরেন এবং যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশের কিছু ভয়াল চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আলোচনা পর্বের শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ও আহত সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সকলের জন্য বিশেষভাবে দোয়া পাঠ করা হয়। দোয়াটি পরিচালনা করেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মিসেস কিশোয়ার জেরিন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *