কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী’র বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার, বানোয়াট সংবাদ করায় তিন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। (২০ ফেব্রুয়ারি ২০২৫) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা-মিরপুর সড়কে ঘন্টাব্যাপী আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ ও ধানদৌল আব্দুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করেছে। উক্ত মানববন্ধনে প্রায় এক হাজার অধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।এর আগের দিন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিনের নের্তৃত্বে উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল মোমেন, সহকারি অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।অপর দিকে ধানদৌল আব্দুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল খায়ের এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ সামসু উদ্দিন আহাম্মদ,সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও ছাত্রছাত্রীরা। এর আগের দিন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন,একটি কুচক্রি মহল উদ্দ্যেশ্যপ্রনোদিত হয়ে এই জনপদের আলোকিত মানুষ মোশাররফ হোসেন খান চৌধুরী’র বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ অপ্রচার করেছে। তারা ঈর্ষান্বিত হয়ে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে এরকম মিথ্যা ও বানোয়াট অভিযোগ এই জনপদের মানুষ মেনে নিবে না। ভবিষ্যতে যদি এরকম কোন মিথ্যা ও বানোয়াট অভিযোগ হয় তাহলে শিক্ষার্থীরা মাঠে নেমে কঠোরভাবে প্রতিহত করবে। মানববন্ধনে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন বলেন, ব্রাহ্মণপাড়ায় একজন আলোকিত,শিক্ষানুরাগী ও দানবীর হিসেবে সমাজে পরিচিত নাম মোশাররফ হোসেন খান চৌধুরী,আমেরিকাতে ট্যাক্সি চালিয়ে অনেকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার এই অবদানকে কলুষিত ও মানসম্মান নষ্ট করার জন্য ব্রাহ্মণপাড়ার উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেনসহ একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের পিছনে লেগে আছেন।আমি তিব্র-নিন্দা ও প্রতিবাদ জানাই।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *