কুমিল্লার নাঙ্গলকোটে একটি মাদ্রাসার ৪ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও পৌরসভা জামায়াতের রোকন এবিএম নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভার আমির হারুনুর রশিদ। যৌন নির্যাতনের বিষয়টি সর্বমহলে জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক জামায়াত নেতা নজরুল ইসলামকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়। আমির হারুনুর রশিদ বলেন, নজরুল ইসলাম জামায়াতের সাবেক দায়িত্বশীল ছিলেন। বর্তমানে তার কোনো পদ-পদবি নেই। ছাত্রীদের সঙ্গে যৌন আচরণের বিষয়টি জামায়াতে ইসলামীর নজরে এলে তার রোকন পদ বাতিল করা হয়। মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, অভিযুক্ত শিক্ষককে নির্বাহী অফিসারের নির্দেশে নোটিশ পাঠানো হয়েছে এবং ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। রোববারেই শিক্ষক নজরুল ইসলাম নোটিশের জবাব দিয়েছেন। নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *