জামালপুরের সরিষাবাড়ীতে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সপ্তাহখানেক পর সানোয়ার হায়দার (৩২) নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি উপজেলা এলজিইডির বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের সহকর্মী ফরদাহ হোসেন ও মুনছুর রহমান জানান, স্ত্রীর সঙ্গে সানোয়ার হায়দারের দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহখানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে রাস্তায় হাঁটছিলেন সানোয়ার। এ সময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী ৩৭ আপমেইল ট্রেন আসলে হঠাৎ দৌঁড়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লে মুহূর্তেই মারা যান। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *