ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কালাকচুয়া এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় দাদী-নাতি নিহত হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এশিয়া লাইন এরদ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় রাস্তা পারাপারের সময় দাদী-নাতি নিহত হয়েছে। নিহত রাজিয়া বেগম(৬০) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রাচিয়া মৌলভী বাড়ির আরব এ রহমান এর স্ত্রী, এবং নিহত ইসমাঈল হোসেন (৫) আরব এ রহমানের ছেলে কামাল উদ্দিনের সন্তান। অর্থাৎ নিহত দুজন সম্পর্কে দাদী-নাতি। স্থানীয়রা আরো জানায়, নিহতরা বুড়িচংয়ের শাহদৌলতপুর গ্রামের খন্দকার বাড়ি আত্মীয়ের বাড়িতে রোগী দেখতে আসছিলেন। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, নিহত দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মৃতদেহ গুলো হস্তান্তর করা হবে।
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} 