বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় কুমিল্লা দক্ষিন জেলা ও কুমিল্লা মহানগর ছাত্রদল বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ধীমান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক নাজমুল হাদান জনি, কুমিল্লা দ: জেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা ইয়াসিন হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভি: কলেজ ছাত্রদল নেতা মো: মাইনউদ্দিন, মহানগর ছাত্রদল নেতা রিপন হোসেন। শিক্ষা সামগ্রী বিতরণের আজ প্রথম দিন ধারাবাহিক ভাবে ছাত্রদলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্র- ছাত্রীদের মাঝে এই কার্যক্রম চলমান থাকবে।
