বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।’
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়।
জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। আমরা সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ব।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘একাত্তরে পেয়েছি স্বাধীনতা, চব্বিশে সার্বভৌমত্ব রক্ষা করেছে দেশবাসী।
