ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াপাড়া গ্রামের মো. ইসমাইল ভূঁইয়া (৪৫), একই এলাকার রাব্বি খান (২৬), নয়াদিল গ্রামের মো. নান্নু (৫১), দুর্গাপুরের মো. বাহাউদ্দিন বাবুল (৫২) ও ধর্মনগরের মামুন চৌধুরী (৪০)।
২০২৪ সালের ১৮ নভেম্বর আখাউড়া থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
