ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মসজিদের সামনে কৃষি ব্যাংকের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ২০ থেকে ২৫ মিনিটের দিকে হঠাৎ করে একটি দোকানে আগুন দেখা দিলে মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
