কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর আব্দুর রশিদ–রফিয়া নাগর ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিচালনা করে জগতপুর নাগর যুব উন্নয়ন সংসদ। স্কুলের সভাপতি মো. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. আরিফুর রহমান রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,মোঃ মাজেদুল ইসলাম (মেম্বার),মোঃ সাইদুর রহমান,সমাজসেবক মোঃ শাহজাহান মিয়া,হাজী মোঃ মফিজুল ইসলাম,হাজী মোঃ মহসিন,ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল হক রুবেল, বিদ্যুৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন (ইমন)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। শেষে বিশেষ অবদান ও উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
