Spread the love

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ৩নং ও ৪নং ওয়ার্ডে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাকশীমূল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জসীম উদ্দিন এবং প্রধান মেহমান ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ। বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহিম খান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোসলেহ্ উদ্দিন মেম্বার (সাবেক), বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, বাকশীমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জাকির হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের চেতনা লালন করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের অবসান ঘটে এবং জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান। পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন এবং এই দিনটি বিএনপি সরকারের আমলে সরকারি ছুটি হিসেবে পালিত হয়। প্রধান অতিথি মোঃ জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন,ধানের শীষ আজ মানুষের হৃদয়ের প্রতীক। এই প্রতীকের মধ্যেই দেশের মুক্তি, মানুষের অধিকার ও গণতন্ত্রের পুনর্জন্ম নিহিত। আমরা বিশ্বাস করি, জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। তিনি আরও বলেন,জামায়াত ধর্ম ব্যবসায়ী দল। তাদের কথাবার্তা ও কাজের মধ্যে কোনো মিল নেই। জনগণ তাদের ভাঁওতাবাজি বুঝে ফেলেছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে। প্রধান মেহমান এনামুল হক সবুজ বলেন,আমরা হাজী জসীম উদ্দিনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে ঘরে ঘরে ভোট চাইবো। তারুণ্যের অহংকার ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে থেকে কাজ করে যাবো। আলোচনা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশমাতৃকার মুক্তির শপথ গ্রহণ করেন উপস্থিত নেতাকর্মীরা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *