কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামে পানিতে ডুবে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে ইউনিয়নের ইছাপুরা পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মালদ্বীপ প্রবাসী মো. সোলেমানের একমাত্র কন্যা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকাল বেলায় শিশু মেয়েটি সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের আত্মীয় মো. রুবেল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, নিহত শিশুটির বাবা মো. সোলেমান চলতি মাসের ১২ তারিখে মালদ্বীপ থেকে দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার ফেরার আগেই একমাত্র কন্যা শিশুটি পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
