কুমিল্লার বুড়িচংয়ে স্ট্রোক করে আশরাফুল রহমান (৪৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আশরাফুল রহমান বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সিরাইল গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে। দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ প্রধান তালাশ বাংলাকে জানান, সকাল ৮টার দিকে আশরাফুল রহমান বুক ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন। তিনি আমাকে জানান যে দেবিদ্বার হাসপাতালে যাচ্ছেন। কিছুক্ষণ পর খবর পাই, তিনি মারা গেছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক তালাশ বাংলাকে বলেন, কনস্টেবল আশরাফুল রহমান দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সকাল দিকে হঠাৎ স্ট্রোক করলে সহকর্মীরা তাকে দেবিদ্বার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুর সংবাদে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
