Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা যুবদলের উদ্যোগে প্রশিক্ষণ ও অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিনটি যোগ করা যাবে) উপজেলার বিএনপি কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তফা জামা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া যুবদলের প্রধান সমন্বয়ক মোঃ এনামুল হক সবুজ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) মোঃ গিয়াস উদ্দিন,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার,এডভোকেট সাইফুল আলম ও এডভোকেট শাহীন হোসেন মিঠু। কর্মশালা পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শানু, যুগ্ম আহ্বায়ক জমির হোসেন, নাজমুল হাসান,আবুল কালাম আজাদ,যুবদল নেতা কাউসারসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা সংগঠনের শক্তি বৃদ্ধি, তরুণদের অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *