কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল তিতাস উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের হযরত আলীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে চোরচক্রের সদস্য সাইফুল ইসলাম (২২)-কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরেক সদস্য মো. কাইয়ুম (১৯)-কে আটক করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের বাসিন্দা এবং কাইয়ুম একই উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। তিতাস থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি হয়। ঘটনার পরপরই তিতাস থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে চোরচক্রের সন্ধান পায়। অভিযানের একপর্যায়ে সাইফুলের কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করে এবং তার সহযোগী কাইয়ুমের নাম প্রকাশ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাইয়ুমকেও গ্রেপ্তার করা হয়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
