ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের প্রবাসী যুবক শেখ মো. কামরুল (৩৬)। (২১ অক্টোবর) মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন কামরুলের বন্ধু ও চাচাতো ভাই শেখ মোঃ সজিব, শেখ মোঃ শামীম, শেখ মোঃ সোহেল রানা, চাচা শেখ মোঃ আলমাছ ও শেখ মোঃ জাহাঙ্গীর।গত বুধবার সকালে বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত শেখ মো. কামরুল উপজেলার মাধবপুর গ্রামের শেখ বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওমানের সিলাল মার্কেটে ব্যবসা করতেন। পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদ শেষে কামরুলসহ আরও চারজন একসঙ্গে ছুটি কাটিয়ে গত শুক্রবার ওমানে ফেরেন। দেশে ফিরে মাত্র ছয় দিন পরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার দিন সকালে বাসা থেকে সিলাল মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বের হন কামরুল। পথে এক তানজানিয়ান চালক তাকে বাসে করে মার্কেটে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে তিনি তাতে ওঠেন। কিন্তু নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ি (জেসিবি)-র সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান শেখ মো. কামরুল। বর্তমানে তার মরদেহ রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা আছে। আজ রাত ৯টায় (২২ অক্টোবর) তার লাশ দেশে আনার কথা রয়েছে। আগামীকাল (২৩ অক্টোবর) বাদ যোহর মাধবপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি চার বছর বয়সী ও পাঁচ মাস বয়সী দুই শিশু পুত্র রেখে গেছেন। তার বাবা আগেই মারা গেছেন।কম বয়সে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন কামরুল। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও ওমানে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকায় চলছে শোকের মাতম।
