Spread the love

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে কুমিল্লার সর্বস্তরের জনগণ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির এমদাদুল হক মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দক্ষিণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।’ তিনি আরো বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলব জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *