কুমিল্লার দেবীদ্বারে মসজিদের মিনারের সিঁড়ির চালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে বশির (৩০) নামের প্রবাস ফেরত এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার (১২ অক্টোবর) বেলা সোয়া ২টায় নারায়ণপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহ মসজিদের মাইক ঠিক করতে সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় চালার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। বশির উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের (মধ্যপাড়ার) মৃত রানার আব্দুল হাকিমের ছেলে। স্থানীয়রা জানান, বশির ওমান প্রবাসী। তিনি প্রায় ৩ মাস আগে ছুটিতে দেশে আসেন। পরিবারে তার অসুস্থ মা রোকেয়া বেগম (৭০), স্ত্রী মিতু বেগম (২০) এবং ওবায়দুল্লাহ নামের আড়াই বছরের এক ছেলে রয়েছে। ওয়াহেদপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আলী জগর জানান, দুপুর অনুমান ১২টার সময় বশিরকে মসজিদের সামনে ঘোরাঘুরি করতে দেখেন। নারায়ণপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহ জানান, দুপুর সোয়া ১২টায় জোহরের নামাজ পড়তে মসজিদের তালা খোলেন। নামাজ শেষে মাইকের সমস্যা দেখার জন্য উপরে উঠার পর সিঁড়িকোটার চালার সঙ্গে ঝুলন্ত ওই প্রবাসীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মো. মাঈনুদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
