Spread the love

কুমিল্লার দেবীদ্বারে সাপের কামড়ে মামুনুর রশিদ (৪০) নামের এক কৃষকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া নায়েব আলী ফরেস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। কৃষক মামুনুর রশিদ ওই এলাকার মৃত. মস্তাজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় গরুর চিৎকার শুনে মামুন গোয়াল ঘরে যান। গরুগুলোকে খাবার দিয়ে ফেরার পথে পায়ে বিষধর সাপের কামড় অনুভব করে তার বড় ভাই রহিমকে তিনি বলেন, ভাই আমাকে সাপে কামড় দিয়েছে। তাৎক্ষণিক দেবীদ্বার থেকে ওঝা নিয়ে যান। ওঝা চিকিৎসা দিয়ে বলেন, এখন আর সমস্যা নাই, এখন বিপদমুক্ত, এখন ফুটবল খেলতে পারবেন। পরে ওঝা চলে যাওয়ার পর মামুনের অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে নেওয়ার পর চান্দিনা থেকে আরো একটি ওঝার দল নিয়ে আসলে তারা জানান, এখন আর কিছুই করার নেই। এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, সাপের কামড়ে এক কৃষকের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে কেউ অভিযোগ দেয়নি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *