Spread the love

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। (৬ অক্টোবর) সোমববার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান। তিনি জানান,গত (১ থেকে ৬ অক্টোবর ২০২৫) তারিখ পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা, মঈনপুর, খাদলা, মাদলা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী, শশীদল।বুড়িচং উপজেলার সংকুচাইল, খারেরা,কুমিল্লা সদর বড়জ্বালা বিওপি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি সদস্যরা মোট ১,৮৩,৪৬,১৩২ টাকা (এক কোটি তিরাশী লক্ষ ছেচল্লিশ হাজার একশত বত্রিশ) মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে— অরিও বিস্কুট, ফুচকা, বাসমতি চাল, গরু, শাড়ি, রেডবুল এনার্জি ড্রিংকস, স্কিন সাইন ক্রিম, ইস্কাফ সিরাপ, মেহেদী, হেলফিট ওষুধ, নেভিয়া বডি লোশন, রিংগার্ড ক্রিম, মোভ স্প্রে, ডেইরি মিল্ক ও ডার্ক চকলেট, সিএনজি, বাঁজি, তাস, ডাবর আমলা তেল, ইঁদুর মারার ওষুধ, লোহার কাঁচি ও কুচ, কাঠের আচাড়ী, চুলের মেহেদী পাউডার, চুলের কালো কলপ, খুর, চুল কাটার কেঁচি, ক্লিপ, ফেসওয়াস, বীজ, চিপস, পিকআপ, ডাব সাবান, বডি স্প্রে ও টুথপেস্ট ইত্যাদি। জব্দকৃত সকল মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আখাউড়া ও কুমিল্লা কাস্টমস অফিসে জমা করা হবে বলে বিজিবি জানিয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *