বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছে তিন অধ্যক্ষ ও তিন শিক্ষক। (৫ অক্টোবর) রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হোসেন। মনোনীত শিক্ষকরা হলেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি অধ্যক্ষ ও চট্রগ্রাম বিভাগের চার বারের সেরা অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের,তিনি জেলা পর্যায়ে কারিগরি থেকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন।কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম,ছয়গ্রাম আলিম মাদ্রসার অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান,বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম,ছয়গ্রাম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো.আব্দুল লতিফ ও একই মাদ্রাসার এবতেদায়ী জুনিয়র শিক্ষক মো.আজিজুর রহমানকে ২০২৫ সালে বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে আবেদনের পর গঠিত যাচাই-বাছাই কমিটি শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, একাডেমিক নেতৃত্ব, পরিকল্পনা ও ব্যবস্থাপনা দক্ষতা, পেশাগত নৈতিকতা, শিক্ষার্থীদের সৃজনশীলতায় উদ্বুদ্ধকরণ ও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে অবদানসহ নানা দিক বিবেচনা করে তাদেরকে শ্রেষ্ঠ গুণী শিক্ষিক হিসেবে মনোনীত করে জেলাতে প্রেরণ করা হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন তালাশ বাংলাকে বলেন,উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করার পর যাচাই -বাছাই করে একটি গুণী শিক্ষককের নামের তালিকা জেলাতে প্রেরণ করা হয়েছে।
