কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাল্যবিয়ের আয়োজন ভণ্ডুল করেছে ভ্রাম্যমাণ আদালত। নবম শ্রেণির শিক্ষার্থী ছেলে ও একই শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। বিয়ের বাড়িতে রান্নাবান্না প্রায় শেষ, বর আসার অপেক্ষায় সবাই। এরই মধ্যে হঠাৎ করে হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) উপজেলার চান্দলা ইউনিয়নের একটি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির ছাত্রের সঙ্গে একই গ্রামের নবম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করেন উভয় পরিবারের অভিভাবকরা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান অভিযান পরিচালনা করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং কনের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন,বাল্যবিয়ে সংঘটিত হওয়ার সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় বাল্যবিয়ে বন্ধ করে মেয়ের পরিবারকে জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
