কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুককে দুর্নীতির অভিযোগে অপসারণ করা হয়েছে। (১ সেপ্টেম্বর) বুধবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতির আদেশক্রমে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। এর আগে, গত ১৫ জুলাই চান্দলা ইউনিয়নের ১০ জন সদস্য ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ২৩টি দুর্নীতির অভিযোগ এনে জেলা ও উপজেলা প্রশাসকের কাছে দুটি পৃথক স্মারকলিপি দাখিল করেন। অনাস্থা প্রস্তাবের তদন্তে দায়িত্বপ্রাপ্ত তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথার উপস্থিতিতে বিশেষ সভায় ইউনিয়ন পরিষদের ১০ সদস্যই অনাস্থার পক্ষে ভোট দেন। তদন্ত শেষে ৭টি অভিযোগ প্রমাণিত হয়।হোল্ডিং ট্যাক্সের অর্থ আত্মসাত।১৩ মাস ধরে ইউপি সদস্যদের সম্মানি ভাতা প্রদান না করা।কাবিখা, কাবিটা, টিআর ও এলজিএসপি প্রকল্প এককভাবে গ্রহণ।নিয়মিত অফিস না করায় গ্রাম আদালতের কার্যক্রম ব্যাহত হওয়া।গর্ভবতী নারীদের ভাতার কার্ড সভা ছাড়াই বণ্টন।২০২২-২৩ থেকে ২০২৪-২৫ অর্থবছরে ২০টির মধ্যে ১৪টি প্রকল্পের অর্থ আত্মসাৎ।বড়ধুশিয়া থেকে বাছিরের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাৎ। এসব অভিযোগ সরকারি তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক প্রেরিত অনাস্থা প্রস্তাব অনুমোদন করে সরকার। ফলে জনস্বার্থে ওমর ফারুককে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান বলেন,স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন এসেছে। সে অনুযায়ী চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। শূন্য ঘোষণার গেজেট প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
