কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর। তিনি জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে মো. আবু তাহের (২৬) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি উপজেলার হরিমঙ্গল ডাকঘর এলাকার উত্তর তেতাভূমি গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)–এর শশীদল বিওপির নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়। এসময় সীমান্তের কাছাকাছি সন্দেহজনকভাবে প্লাস্টিকের বস্তা হাতে হাঁটছিলেন আবু তাহের। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তা তল্লাশি করে ৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের লেবেলে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ লেখা ছিল। বিজিবির দাবি, আটক যুবক সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প দামে মাদক সংগ্রহ করে কুমিল্লা শহরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদকবাহী এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি। সীমান্ত দিয়ে আসা এসব মাদক দেশের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই আমরা আটক করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
