Spread the love

দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর)। সর্বশেষ ২০০৯ সালের পর আবারো সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি পাচ্ছে ১০টি উপজেলা ও ৪ পৌরসভার সাংগঠনিক কাঠামো নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। শনিবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনকে সামনে রেখে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি জানান, সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহেরকে (সুমন) বলেন, উপজেলা ও চারটি পৌরসভা আওতাধীন সকল ইউনিটের সম্মেলনের মধ্য দিয়ে আমরা দক্ষিণ জেলা বিএনপির’ সফল সম্মেলনের দ্বারপ্রান্তে। সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতৃত্ব পেতে যাচ্ছে। এই নেতৃত্ব আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *