Spread the love

প্রতিবারের ন্যায় এবারো হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষে কুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে উপজেলার ৪১টি পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুড়িচং থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বুড়িচং থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক,উপস্থিত পুলিশ পরিদর্শক( তদন্ত) আমিনুল ইসলাম,উপজেলা পূজামন্ডপ কমিটির সাধারণ সম্পাদক মধুসূদন বাবু ও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ই, প্রতিটি পূজা মন্ডপই আমাদের কাছে গুরুত্বপুর্ন। উৎসব মূখর ও শান্তিপূর্ণভাবে পরিবেশ যেনো, কোন অবস্থাতেই বিঘ্ন না ঘটে। এ বিষয়ে পুলিশ সর্বদা সোচ্চার আছে। সুন্দরভাবে পূজা উদযাপন করার সার্থে যা যা করণীয়, সে সম্পর্কে উপস্থিত সকলেই মতামত ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশ যেনো নস্ট না হয়, এ বিষয়ে সকলকে সজাক থাকার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *