Spread the love

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেল সড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে কুমিল্লা নগরীর পালপাড়া রেললাইনের পাশে ঝোঁপে স্থানীয়রা জামশেদ ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম। নিহত জামশেদ ভূঁইয়া নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির বাসিন্দা, সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার তৃতীয় পুত্র। পুলিশ জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হওয়ার পর থেকে জামশেদের খোঁজ মিলছিল না। এ ঘটনায় তার বড় ভাই কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। স্থানীয়রা জানান, মাত্র এক সপ্তাহ আগে একই এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা বেগম খুন হন। আবারো একই এলাকায় এ ধরনের হত্যাকাণ্ড ঘটায় জনমনে আতঙ্ক ও প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে ওসি মহিনুল ইসলাম বলেন,“শনিবার সন্ধ্যায় নিহত জামশেদের ভাই থানায় অভিযোগ করেছিলেন, তিনি জানিয়েছিলেন মাগরিবের নামাজ পড়তে গিয়ে তার ভাই আর বাসায় ফেরেননি। রোববার সন্ধ্যায় আমরা তার লাশ উদ্ধার করেছি। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *