কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক পথচারীর যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি শাসনগাছা রেলগেট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল মোল্লা বলেন, ‘খবর পেয়ে নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
