আমরা ৫ আগস্টের আগে একটি পেশি শক্তির কাছে জিম্মি ছিলাম এখন বহু পেশি শক্তির কাছে জিম্মি । আমরা মামলা প্রত্যাহার চাইবো না চালিয়ে যাব । যুবদল নেতা রাশেদ যে চাঁদাবাজ না! তার প্রমাণ তাকে করতে হবে বলে মানববন্ধনে অংশ গ্রহন করে কুমিল্লার সাংবাদিকরা এসব কথা বলেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিকরা এতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন এবং মামলাবাজদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, আজকে এম হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে । আগামীকাল আপনার আমার নামে মামলা হবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি । এম হাসান যেই প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি সকল ক্রাইটেরিয়া মেনে প্রকাশিত হয়েছে । আমার দেশ পত্রিকায় প্রতিবাদ ছাপা হয়েছে । তারপরও আপনি (রাশেদ) মামলা করলেন । আপনার মান থাকলে তো হানি হতো । আপনি তো চাঁদাবাজ । কুমিল্লা শহরে কে কে চাঁদাবাজি করে আমরা সব জানি । বক্তারা বলেন যে রিপোর্টটি আমার দেশে প্রকাশ হয়েছে আমাদের উচিত সবাইকে আবারও সেই রিপোর্ট টি প্রকাশ করা ।
মানববন্ধনে কুমিল্লার কাগজের উপসম্পাদক জহির শান্ত বলেন, আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম এম হাসানের উপর কখন একটা বাধা আসবে । আমরা দীর্ঘদিন কুমিল্লা শহরে কাজ করি আমরা জানি। কখন তার নামে মামলা হবে কখন তার উপর হামলা হবে। কারণ এই সমাজের সত্যবাদিতার কোন জায়গা নেই । সমাজের স্পষ্টবাদিতার কোন জায়গা নেই । আমার দেশ পত্রিকায় কাজ করার পর থেকে এম হাসানের বিরুদ্ধে একটা পক্ষ উঠে পড়ে লেগেছে । তারা চাইছে হাসানকে দমিয়ে দিতে । হাসানের এন্ট্রি আওয়ামীজম হবার কারণে গত ১৬ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে । এখন দেখা গেল সেই বিএনপির নেতাই তার বিরুদ্ধে মামলা করেছে । আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান বলেন, আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন। নিউজে কাউকে ছাড় দেয়া হবে না। উনার এই আদর্শ নিয়ে কুমিল্লায় কাজ করছি । মামলা হামলা দিয়ে দমিয়ে রাখতে পারবেন না। গত ১৬ বছর আমরা যাদের পক্ষে লিখলাম তারা এখন আমাদের কলম চেপে ধরেছে । আমাদের কলম বন্ধ করব না । আপনারা হামলা মামলা রক্তাক্ত যা করার তাই করেন । আমি সত্য বলেই যাবো । দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফির সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম খোকন চৌধুরী, কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য বৈশাখী টিভি কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার দেশ পাঠকমেলা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, চ্যানেল টোয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, নিউজ টুয়েন্টিফোর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন , খবরের কাগজ কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত, রুপসী বাংলা স্টাফ রিপোর্টার এনকে রিপন, কুমিল্লা নিউজ সম্পাদক জহিরুল হক বাবু, দেশ টিভি কুমিল্লা প্রতিনিধি সুমন কবির, কালের কণ্ঠ কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহীন আলম,নয়া দিগন্ত মাল্টিমিডিয়া প্রতিনিধি ফাহিম , বিজনেস বাংলাদেশের কুমিল্লা প্রতিনিধি আয়েশা আক্তার, সকালের সময় কুমিল্লা প্রতিনিধি রায়হান, আমার দেশ দাউদকান্দি প্রতিনিধি মোহন মিয়া, লালমাই প্রতিনিধি ইয়াকুব আলী নিমাল, আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার সোহাগ, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সারা বাংলার কুমিল্লা প্রতিনিধি রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক ও বার্তা ২৪এর স্টাফ রিপোর্টার মঈন নাসের খান রাফি, অর্থ সম্পাদক ও জিটিভির উওর প্রতিনিধি মাইনউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, ভোরের কলামের প্রতিনিধি ইয়াছিন মিয়া, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি শাহ ইমরান , সাফি, গিয়াসউদ্দিন প্রমুখ। উল্লেখ্য চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় গত ১০ আগষ্ট কুমিল্লার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসানের নামে মামলা দায়ের করেন যুবদল নেতা মোঃ মাহাবুল আলী রাশেদ । মাহাবুল আলী রাশেদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। সে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের ছোট ভাই।