Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।ফলাফল ঘোষণা করা হলগুলো হলো শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল এবং সুফিয়া কামাল হল। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সাদিক কায়েম ৭,০৭৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের ১,৭৮৯ ভোটকে বড় ব্যবধানে ছাড়িয়ে আছেন। রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফলাফল ঘোষণা শুরু হয়। দীর্ঘ ছয় বছরের বিরতির পর অনুষ্ঠিত মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচনে এবার বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন। মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা গেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *