Spread the love

সাবেক কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, লালমাই, কুমিল্লা সিটির দক্ষিণের ৯টি ওয়ার্ড) নির্বাচনী আসনের সীমানা পুনর্বহাল ও ইসির প্রকাশ করা খসড়া তালিকা বাতিলের দাবিতে লালমাই এবং সদর দক্ষিণ উপজেলার প্রতিটি ইউনিয়ন-বাজারে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২০ আগস্ট) রাত অনুমান সাড়ে ৭টায় একযোগে নির্বাচনী এলাকার ১৫টির অধিক বাজারে এই কর্মসূচি পালন করা হয়। ‘কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনরুদ্ধারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারী বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম ও সিনিয়র যুগ্ম আহবায়ক আমান উল্যাহ আমানের নেতৃত্বে পেরুল উত্তর ইউনিয়নের নেতাকর্মীরা মশাল হাতে নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তায় মিছিলে ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, মানি না, মানব না’, ‘আসন পুনর্গঠনের সিদ্ধান্ত, বাতিল করো, করতে হবে’, ‘সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা, ফিরিয়ে দাও, দিতে হবে’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। লালমাই উপজেলা বিএনপির সদস্য সচিব ইউছুফ আলী মীর পিন্টুর নেতৃত্বে বাগমারা উত্তর ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাগমারা বাজারে মশাল মিছিল করেন। পেরুল দক্ষিণ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা আটিটি বাজার, ভুলইন দক্ষিণ ইউনিয়নের নেতাকর্মীরা ভুশ্চি বাজারে মিছিল করেন। লালমাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমান উল্যাহ আমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেখানে কুমিল্লা-৯ আসন পুনর্বহাল করার কথা, সেখানে সেটি না করে কুমিল্লা-১০ সংসদীয় আসনকে ভেঙেচুরে ত্রিখণ্ডিত করে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২০০৮ সালের মতো এবারও ষড়যন্ত্র করে মনিরুল হক চৌধুরীকে আটকানোর জন্য ইসি এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, আমরা তা মানি না। লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম হুঁশিয়ারি দিয়ে বলেন, বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ এলাকা নিয়ে সাবেক কুমিল্লা-৯ আসনটি ফিরিয়ে দিতে হবে। নির্বাচন কমিশনের এই খসড়া বাতিল করতে হবে। যদি আসন ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে কঠিন কর্মসূচির মাধ্যমে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথ বন্ধ করে দেওয়া হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *