কুমিল্লা সদর দক্ষিণের চাঁদপুর এলাকা থেকে মো. দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) উপজেলা চাঁদপুর জনতা হাই স্কুলসংলগ্ন এলাকার মৃত হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত দুলাল মিয়া কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ড বড় দুর্গাপুর এলাকার মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে। সদর দক্ষিণ উপজেলায় তার ওয়ার্কশপের দোকান রয়েছে। স্থানীয়রা জানায়, দুলাল মিয়া প্রতিদিন রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। তবে শনিবার রাতে তিনি বাড়িতে ফেরেননি। রবিবার ভোর থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজির পর সকালে চাঁদপুর হাই স্কুলের বিপরীত পার্শ্বে তার ওয়ার্কশপের পেছনের একটি বিল্ডিং থেকে মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় দুলাল মিয়ার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ব্যবসায়ী দুলাল মিয়াকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির ভাড়াটিয়া ইমন ও তার স্ত্রী সুমিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে ওসি জানান।