{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":3,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দীর্ঘদিন অতি তীব্র তাপদাহের পর আজ বিকেলে কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রচন্ড বাতাস এবং বজ্রসহ বৃষ্টি হয়। বৃষ্টিপাতের সময় বজ্রপাতে দুই কৃষকসহ চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জেলার বুড়িচং, চান্দিনা, সদর দক্ষিণ ও দেবিদ্বারে পৃথক সময়ে এ চারজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টার পর বিভিন্ন সময়ের বজ্রপাতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ওসি ও স্থানীয় সূত্রে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন, বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ (বর্তমান পাঁচোড়া) গ্রামের কুদ্দুছ মিয়ার ৪র্থ ছেলে আলম হোসেন (২৭), চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার গলিয়ার ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০) এবং কুমিল্লা দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছুর রহমান (৫৮)। স্থানীয় ও পুলিশের সূত্র জানা যায়, কুমিল্লার চান্দিনায় বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দৌলতুর রহমান (৪৭) মৃত্যু ঘটেছে। বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন নোয়াপাড়া গ্রামে মো আলম হোসেন ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যবরণ করে। আর বাকী দুইজন এ সময় বৃষ্টির সময়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ। এ বিষয়ে বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বজ্রপাতে আলম হোসেনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রাকৃতিক বিপর্যস্ত রক্ষা পেতে হলে গাছ কাটা বন্ধ করতে হবে এবং আমরা সকলে মিলে বেশি করে গাছ লাগতে হবে,বিশেষ করে তাল গাছ লাগানো জন্য বলেন। এমন বৃষ্টিপাতের সময়ে সকলকে সচেতন থাকার জন্য বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *