Spread the love

কুমিল্লার মুরাদনগরে খেলা দেখতে এসে মাঠের পাশে দাঁড়ানো অবস্থায় মুরাদনগর-ঢাকা বাস সার্ভিসের একটি বাসের চাপায় লাশ হয়ে বাড়ি ফিরলো গিয়াস উদ্দিন (৪৫)। এসময় আরো ১৫ জন আহত হয়। নিহতের পরিবারের মাঝে চলছে শোকের মাতম। মৃত গিয়াস উদ্দিন উপজেলার জাহাপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। এ ঘটনায় প্রশাসন ও বিএনপি নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়। শনিবার বিকালে উপজেলা সদরের মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর ড্রাগন ফুটবল একাডেমী আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালে সাড়ে ৫টার সময় খেলার মাঠ সংলগ্ন পূর্ব পাশে টাকা থেকে আসা একটি বাস (ঢাকা মেট্রো-গ-১১-১৪১৫) খেলার দর্শকদের চাপা দিলে গিয়াস উদ্দিনসহ আরো প্রায় ১৫ জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে নেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় গিয়াস উদ্দিন মারা যায়। গুরুতর আহত উপজেলার পরমতলা গ্রামের গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের শাহজালাল (৪৫), দড়িকান্দি গ্রামের সাইদুল (৩০), মুরাদনগর সদরের হৃতিক বর্মন (২০) ও কামারচর গ্রামের দুধমিয়া (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ হতাহতের ঘটনায় উপজেলা প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন ও যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, ড্রাগন ফুটবল একাডেমী আয়োজনে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রত্যেক খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়। আজকে টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। হাজার হাজার দর্শকদের নিরাপত্তার জন্য থানা প্রশাসনের নিকট প্রয়োজনীয় সংখ্যক পুলিশ চাওয়া হলেও একজন দারোগা সহ মাত্র চারজন পুলিশ দেওয়া হয়। দূর্ঘটনার পর বাস চালককে পালিয়ে যেতে পুলিশ সহায়তা করেছেন বলেও তারা জানান। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় গাড়ি চাপায় একজন নিহত হয়েছে। খেলার আয়োজক কমিটি কর্তৃপক্ষ হতে কোন লিখিত অনুমতি নেয়নি। নিহতের ঘটনার বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবদুর রহমান বলেন, খেলার বিষয়ে আমাকে মৌখিকভাবে দাওয়াত করা হলেও লিখিতভাবে কোন অনুমতি না থাকায় আমি যাইনি। শান্তি শৃঙ্খলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিলো।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *