কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী আক্তার (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিল্পী আক্তার কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। তিনি মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় ভাড়া বাসায় থাকেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর যৌথ বাহিনীর একটি দল মুরাদনগর সরকারি হাসপাতালের পেছনে নিমাইকান্দি আবাসিক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শিল্পী আক্তারের কাছ থেকে এক হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী কথিত মাদক সম্রাট মাসুদ রানা পালিয়ে যায়। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তার শিল্পী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
