কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহম্মদ হত্যার মামলার বাদী পক্ষকে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে—এমন অভিযোগ করেছেন নিহতের পরিবার। শনিবার (২৬ জুলাই) রামচন্দ্রপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই ও মামলার বাদী মো. আক্তার হোসেন জানান, ২০২৪ সালের ২ নভেম্বর মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গঙ্গানগর গ্রামের উজ্জ্বল ও তার সহযোগীরা স্বপনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তিনি উজ্জ্বল গংসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন। আক্তার হোসেনের অভিযোগ, জামিনে থাকা প্রধান আসামি উজ্জ্বল ও তার সহযোগীরা তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দিচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে তাদের মানহানি করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে মানুষকে হয়রানি করেছে। নিহতের পরিবার তাদের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে।