কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও বহনের দায়ে সজিব (১৯) নামে এক তরুণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। (২২ জুলাই) মঙ্গলবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।তিনি জানান,সোমবার রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কের উপজেলা সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সজিব উপজেলার ধান্যদৌল এলাকার মৃত রমজান আলীর ছেলে এবং ‘মা স্টিল হাউসে’ কাজ করত। তার বড় ভাই সুমন মিয়ার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে হাতেনাতে আটক করা হয়। আদালতে নিজের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ড দেওয়া হয়। সজিবের বড় ভাই সুমন বলেন, “দীর্ঘদিন ধরে সে মাদক সেবন করে পারিবারিক অশান্তি সৃষ্টি করছিল। বারবার বুঝিয়েও ফেরানো যায়নি। বাধ্য হয়ে প্রশাসনের সহায়তা নিই।” ইউএনও মাহমুদা জাহান জানান, সজিবের কাছ থেকে ভবিষ্যতে মাদক সেবন না করার মুচলেকাও নেওয়া হয়েছে। অভিযানে সহায়তা করে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ ও আনসার সদস্যরা।