Spread the love

কোটি টাকার স্বর্ণের কলসের লোভে পড়ে ভয়াবহ প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক গৃহবধূ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় প্রতারকের ফাঁদে পা দিয়ে তিনি খোয়ান নগদ ৭ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার। ভুক্তভোগী মোসা.রাহিমা আক্তার (২৫), উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ গ্রামের দোকানদার কামাল হোসেনের স্ত্রী। ঘটনার পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, কয়েকদিন আগে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইলে ফোন করে রাহিমাকে জানায়, তাকে ৭টি কোটি টাকার স্বর্ণের কলস উপহার দেওয়া হবে। তবে শর্ত হিসেবে দরকার দরবার শরীফের সামনে ছয় ভরি স্বর্ণ ও দুই লাখ টাকা। সরল বিশ্বাসে রাহিমা প্রস্তাবে রাজি হন। নিজের থাকা তিন ভরি স্বর্ণ ও ধার করা আরও তিন ভরি, মোট ছয় ভরি স্বর্ণ নিয়ে নাগাইশ দরবার শরীফে হাজির হন। এরপর প্রতারকের নির্দেশে উপজেলা সদরের মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ গেটে গিয়ে নগদ ৭ লাখ টাকাও হস্তান্তর করেন। টাকাগুলো ছিল তার স্বামী কামাল হোসেনের, যিনি বাড়ির নির্মাণকাজের জন্য টাকা জমিয়ে রেখেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি ফিরে স্বামী টাকা চাইলে আসল ঘটনা প্রকাশ পায়। স্বর্ণালংকারের একটি অংশ তিনি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ধার করেছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের ছোট ছেলে বারবার মাকে টাকা ও স্বর্ণ না দিতে অনুরোধ করেছিল। কিন্তু প্রতারকের লোভনীয় প্রস্তাবের প্রলোভন সামলাতে পারেননি রাহিমা। বর্তমানে কামাল হোসেন ও তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন,“প্রতারিত নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *