কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে অভিনব কায়দায় ফলজ গাছের চারার মূলের সঙ্গে পেঁচানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই ) উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান জুয়েল। অভিযানে তার সঙ্গে ছিলেন পুলিশ সদস্য আমানউল্লাহ ও নূর মোহাম্মদ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি সিএনজি অটোরিকশাকে চেক করতে গেলে চালক দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে অটোরিকশা তল্লাশি করে লিচু, পেঁয়ারা, লেবু ও জলপাইসহ ৬টি ফলজ গাছের চারার মূলের সঙ্গে পেঁচানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানটি সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ শাহিনের নির্দেশনায় ও ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। ঘটনার বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, “ফলজ গাছের চারা পরিবহনের আড়ালে মাদক পাচারের ঘটনা নজিরবিহীন। অভিযানে গাঁজা উদ্ধার করা হয়েছে এবং সিএনজি জব্দ করা হয়েছে। মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”