Spread the love

কুমিল্লা সদর উপজেলার রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রসুলপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাহিদ উদ্দিন জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেসের লোকো নম্বর ২৬০৮ কুমিল্লার রসুলপুর স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়। তবে এটি ‘লুপ লাইন’-এ হওয়ায় মূল রেলপথে ট্রেন চলাচলে বড় কোনো সমস্যা হয়নি। আপাতত ওই লাইনে অন্য কোনো ট্রেন নেই বলেও জানান তিনি। এদিকে, একই দিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে করে পাহাড়িকা ও গোধূলি—দুই ট্রেনই এক সময় আটকা পড়ে যায়। পরে লাকসাম থেকে রেলওয়ের উদ্ধারকারী ট্রেন এসে গোধূলির ইঞ্জিন সচল করলে সেটি আবার যাত্রা শুরু করে। পাহাড়িকা এক্সপ্রেসকেও দ্রুত উদ্ধার করে পুনরায় চালু করার চেষ্টা চলছে বলে জানান কর্তৃপক্ষ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *