কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষিপূতি পালন উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে আঁকেন নানা রঙের গ্রাফিতি ও চিত্র। এসব চিত্রে উঠে আসে দেশপ্রেম, ত্যাগ ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন ও ২৪-এর শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই গ্রাফিতি কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল, দ্বিতীয় স্থান অর্জন করেন দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করেন মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ ও তৃতীয় স্থান অর্জন করেন আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজ। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগ্রত হয় বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।