কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমিতে সেচ দিতে গিয়ে মো. কাউসার (৩৭) নামে এক প্রবাসফেরত যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চারিপাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন নিশ্চিত করেছেন। নিহত মো. কাউসার উত্তরপাড়া গ্রামের হাজী তাজুল ইসলাম ওরফে তরু হাজীর ছেলে। কিছুদিন আগেই তিনি প্রবাস থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কাউসার নিজ বাড়ির পাশে নিজের জমিতে ধানের বীজ বপণের প্রস্তুতির জন্য বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিতে যান। ঘর থেকে তারের মাধ্যমে মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ভাই জমির হোসেন ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে কাউসারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাউসার এক সন্তানের জনক ছিলেন। হঠাৎ এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।