Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী এলাকায় নিরব (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিরব ওই এলাকার হুড়াগাজী বাড়ির সেলিম মিয়ার ছেলে। নিহতের নানা বিরাম খা ও স্থানীয়রা জানান, নিরব পাশের গ্রামের এক মেয়েকে ভালোবাসত। ঘটনার আগের দিন মেয়েটি নিরবের বাড়িতে এলে উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এর জের ধরেই পরদিন সকালে পরিবারের সবার অগোচরে নিরব ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, “আমি শুনেছি, জামতলী গ্রামের সেলিম মিয়ার ছেলে নিরব প্রেমঘটিত বিষয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।” দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “ব্রাহ্মণপাড়া জামতলীর এক যুবক আত্মহত্যা করেছে। আমরা দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *