Spread the love

১৪ জুলাই, ২০২৫ তারিখ সোমবার, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার বীর শহীদদের আত্মত্যাগ ও অবদানকে স্মরণীয় করে রাখতে এই স্তম্ভটি নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়ছার। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এই স্মৃতিস্তম্ভটি নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজির আহমেদ খান, পুলিশ সুপার, কুমিল্লা এবং জনাব পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক, কুমিল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ, রাজনৈতিক নেতৃবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মহোদয় ও অন্যান্য অতিথিবৃন্দ ফলক উন্মোচনের মাধ্যমে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানে কুমিল্লার গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *