কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুলে আসন্ন “গুরুজন সম্মাননা” অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল-আযহার পরের দিন বাকশীমুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে বাকশীমুল ছুন্নিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা, বাকশীমুল উচ্চ বিদ্যালয় এবং তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২৮ জন গুণী শিক্ষকদের সম্মান জানানো হবে। এই মহতী আয়োজনকে সফল করতে ২৩ মে (শুক্রবার) বিকেলে বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক প্রস্তুতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আবু তাহের। পরিচালনায় ছিলেন জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদা সোহাগ। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অধ্যক্ষ মাও.মফিজুল ইসলাম,প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,প্রধান শিক্ষক কবির হোসেন,
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ,বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আব্দুর রশিদ,আলহাজ্ব মফিজুল ইসলাম,ডা. মিলন, আ. রউফ মাস্টার, ব্যবসায়ী বিল্লাল হোসেন ডিলার,ব্যবসায়ী শাহজালাল টুটুল, মোস্তফা কামাল, জামাল হোসেন, আল হেলাল, জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ব্যবসায়ী আবু জাহের প্রমুখ। সভায় অধ্যক্ষ আবু তাহের জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সচিব নজরুল ইসলামসহ চারজন সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি আরো বলেন, “এই সম্মাননা অনুষ্ঠান শুধু গুণীজনদের শ্রদ্ধা জানানোর নয়, বরং এলাকার সম্মান ও ঐক্যের প্রতীক। তাই সকলে ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।” সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
