কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিজানুর রহমান ভূইয়া (৪৮) নামে এক যুবলীগ নেতা। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মিজানুর রহমান ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং মরহুম হুমায়ুন কবির মাস্টারের বড় ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্বজনদের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের ছোট ভাই শরীফ আহমেদ ভূইয়া জানান, তার ভাই একজন ঠিকাদার ছিলেন। ঘটনার দিন তার ব্যবসায়িক পার্টনার তাকে কুমিল্লা নগরীর দৌলতপুরে যেতে বলেন। প্রথমে তিনি যেতে না চাইলেও অনুরোধের পর সেখানে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে কিছু দুর্বৃত্ত তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার শ্যালক উদ্ধার করে প্রথমে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম কালের কণ্ঠকে জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আমরা ইতোমধ্যে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে তদন্ত ও কার্যক্রম শুরু হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *