সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল বিওপি ও অন্যান্য টহল দল একদিনে দুটি পৃথক অভিযানে প্রায় ৩৩ লক্ষ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি, মাদকদ্রব্য ও সিএনজি জব্দ করেছে। একইসঙ্গে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বিজিবি জানায়,(২৪ মে ২০২৫) শনিবার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী আশাবড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিজিবি টহল দল অভিনব কায়দায় পাচারকালে ৫ লক্ষ ১৪ হাজার টাকা মূল্যের একটি সিএনজি ও ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এ সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উত্তর পাড়ার মৃত. হারুন মিয়ার ছেলে মোঃ মাসুদ মিয়া (২৮)। কসবা উপজেলার শাহপুর মধ্যপাড়ার আবু সাইদের ছেলে দ মোঃ ছাব্বির চৌধুরী (৩০)।আটককৃতদের ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দফতরে জমা করা হচ্ছে। অপর দিকে দ্বিতীয় অভিযানে একই দিন রাত ৮টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গগোলা এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৮ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ১২ হাজার পিস ভারতীয় আতশবাজি জব্দ করা হয়। এ মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অভিযানিক ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। এসব সফল অভিযানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় অবৈধ ভারতীয় পণ্য আটক সম্ভব হয়েছে বলে জানান তিনি।
