কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে নাজমুল হাসান (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইউসুফ ভূঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান তার কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। একপর্যায়ে তারা কলেজপাড়ার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় উঠে লুডু খেলায় অংশ নেন। খেলার সময় নাজমুলের মোবাইলে একটি কল আসে। তিনি ফোনে কথা বলতে বলতে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। তার বন্ধুরা বিকট শব্দ শুনে নিচে ছুটে গিয়ে নাজমুলকে কাতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন তালাশ বাংলাকে জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নাজমুল পাঁচতলা থেকে নিচে পড়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *