দেবিদ্বারের নিউমার্কেট এলাকার ‘খাদিজা শিল্পালয়’ থেকে চুরি হওয়া প্রায় ৪০ ভরি স্বর্ণ কুমিল্লা সদরের ইপিজেট এলাকার একটি স্বর্ণের দোকানে বিক্রি করতে গিয়ে এক দম্পতি ধরা পড়েছেন। আটককৃতরা হলেন কুমিল্লা কোতয়ালী থানার শুভপুর গ্রামের মৃত আব্দুল্লাহর পুত্র মো. করিম ওরফে আবু তাহের (৩০) এবং তার স্ত্রী শারমিন আক্তার (২৫)। দেবিদ্বার থানা পুলিশ তাদের রোববার দুপুরে কুমিল্লা কোর্টে সোপর্দ করেছে। গত ১৬ মে শুক্রবার জুম্মার নামাজের সময় ‘বারেক প্লাজা’র ‘খাদিজা শিল্পালয়’ থেকে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক জাকির হোসেন জানান, নামাজ শেষে ফিরে এসে দেখেন দোকানের সাটার ও তালা ভাঙা এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। চোরের দল আলমারির ভিতরে থাকা সোনা নিয়ে পালিয়ে যায়। সন্ধ্যায় কুমিল্লার ইপিজেট এলাকার স্বর্ণ ব্যবসায়ী সাজ্জাদ হোসেন চোরাই স্বর্ণ বিক্রির সন্দেহে এক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে। গহনায় ‘খাদিজা শিল্পালয়’র সংক্ষিপ্ত নাম ‘কেএস’ খোদাই করা থাকায় সন্দেহ নিশ্চিত হয়। পরে দেবিদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে ওইদিন রাতেই প্রায় দেড় ভরি স্বর্ণসহ দম্পতিকে আটক করে। আটক দম্পতি জানায়, তারা মুরাদনগরের আবুল কাসেম নামের এক ব্যক্তির নির্দেশে এসব গহনা বিক্রি করতে এসেছিলেন। করিমের সঙ্গে আবুল কাসেমের পরিচয় হয় অনলাইন জুয়ার মাধ্যমে। দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, চোরচক্রকে ধরতে দম্পতিকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ড আবেদন করা হবে যাতে মূল হোতাদের গ্রেপ্তার করা যায়।