মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির আওতায় রোববার পর্যন্ত ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান এবং বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়। এদের মধ্যে ৩০ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। পুলিশের বিশেষ শাখা (এসবি) ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো এসব নাগরিকদের মধ্যে তিনজনকে বিশেষ নিরাপত্তায় নিয়ে আসেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার সদস্যরা। বাকিদের বাণিজ্যিক এবং চার্টার্ড ফ্লাইটে পাঠানো হয়। সর্বশেষ গত শনিবার চার্টার্ড একটি ফ্লাইটে পাঁচজন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়। ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কাউকে হাতকড়া পরানো হয়নি। বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার ফলে তাদের সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে। কিছুজনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এসকর্ট (বিশেষ নিরাপত্তা) দিয়ে এনেছে, বাকিরা সাধারণ যাত্রী হিসেবে ফিরেছেন। সরকার ও বিভিন্ন সংস্থা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ফেরত আসাদের সহায়তায় ব্র্যাককে যুক্ত করার চিন্তাভাবনা চলছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট– এই তিন সংস্থা ফেরত পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করছে। সংশ্লিষ্ট সূত্রটি আরো জানায়, সম্প্রতি ঢাকায় পুলিশের বিশেষ শাখা ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ফেরত পাঠানো অভিবাসীদের বিষয় নিয়ে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের তথ্য আগেই বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *